সোমবার, ১৪ Jul ২০২৫, ০৩:২১ অপরাহ্ন
বেসরকারি ও ব্যক্তি পর্যায় থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনার পূর্বে জেলা প্রশাসককে অবহিত করার জন্য আহবান জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহামন।
মঙ্গলবার (৩১ মার্চ) এক গণ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, দেশব্যাপি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার কর্তৃক কর্মহীন, দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জন্য খাদ্য ও নগদ সহায়তা প্রদান করা হচ্ছে। দুরে্যাগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের নির্দেশনার প্রেক্ষিতে বরিশাল জেলার ত্রাণ বিতরণ কার্যক্রমে দ্বৈততা পরিহার ও সর্বোচ্চ বিস্তৃতির লক্ষ্যে বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা, এনিজও, উন্নয়ন সহযোগী ও ব্যক্তি পর্যায় থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনার পূর্বে জেলা প্রশাসককে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেলো।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক বলেন, সামগ্রিকভাবে সমন্বিত কার্যক্রম এ মুহুর্তে অত্যন্ত জরুরী, তাই এ আহবান জানানো হয়েছে।