রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন
তীব্র সমালোচনার পর করোনা ভাইরাস পরিস্থিতিতে বরিশাল নগরীতে কর্মহীন অসহায় পরিবারের মাঝে চাল, ডাল ও আলু বিতরণ করেছে বরিশাল সিটি কর্পোরেশন।
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর উদ্যোগে ও সরাসরি তত্বাবধানে সোমবার দুপুরে নগরীর কেডিসি কলোনীর নিম্ন আয়ের মানুষগুলোর ঘরে ঘরে গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া হয় বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। এতে রয়েছে চাল, ডাল ও আলু। তবে কত পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হয়েছে তা জানা যায়নি।
দেশের এই সংকটসময় মূহুর্তে নিম্নআয়ের মানুষেরা এ সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ এবং বরিশাল সিটি কর্পোরেশনের নেয়া এ উদ্যোগের জন্য মেয়রসহ অন্যান্যদের ধন্যবাদ জানানোর বিষয়টিও বলেন কর্পোরেশনের কর্মকর্তারা।
খাদ্য সহায়তা প্রদানকালে স্থানীয় জনপ্রতিনিধি, বিসিসির কর্মকর্তা ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।