শনিবার, ১০ মে ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো বোন।
রোববার (২২ মার্চ) বিকেলে কানাইপুর ইউনিয়নের রামখন্ড গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুই শিশুর মধ্যে ওই গ্রামের মো. মুরাদ মোল্লার মেয়ে মনিরা (১১) ও জাকির মোল্লার মেয়ে খাফিজা (৭)। মনিরা স্থানীয় পোরদিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে এবং খাদিজা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পড়তো।
রামখন্ড গ্রামের বাসিন্দা লিয়াকত আলী মোল্লার বরাত দিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন জানান, বাড়ির পাশে পুকুরে গোসল করতে করতে গিয়ে তারা পানিতে পড়ে যায়। পরে পুকুর থেকে পরিবারের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করে।