বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়ার চম্পাপুর ইউনিয়নের ৩০ জন হয়েছে। আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা একশন এইড’র আর্থিক সহায়তায় বেসরকারী উন্নয়ন সংস্থা অভাস বুধবার চম্পাপুরে এ কর্মসূচীর আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন একশন এইড বাংলাদেশের কর্মকর্তা এ্যান দ্রং, একশন এইড এ্যাকটিভিটর’র চাদ ও সীমা, আভাসের প্রকল্প ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম, স্পন্সরশীপ অফিসার অরিফুল ইসলাম প্রমুখ।
প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলাম বলেন, এলাকার যুব নর-নারীদের কর্মদক্ষতা বৃদ্বির মাধ্যমে আতœনির্ভরশীল করে গড়ে তোলা এবং এলাকার উন্নয়নে ভ’মিকা রাখাসহ সুস্থ সংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে যাতে নিজেকে গড়ে তুলতে পারেন এমন লক্ষ্য নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
পরে অংশগ্রহনকারীদের নিয়ে চম্পাপুর যুব উন্নয়ন ক্লাব নামে একটি সংগঠন গঠন করা হয়। এসময় অংশগ্রহনকারীরা এলাকার উন্নয়নে নিজেদের অভিজ্ঞতা কাজে লাগানোসহ নিজেকে সম্পৃক্ত রাখার অঙ্গীকার করেন।
###