সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা করেছে বরিশাল জেলা আওয়ামী লীগ।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পার্বত্য শান্তিচুক্তি কমিটির আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো: ইউনুছ, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট এ.কে.এম জাহাঙ্গীর।
সভায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও জেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়রগণ উপস্থিত ছিলেন।
সভায় বঙ্গবন্ধুর জন্মশত বর্ষিকী উদযাপন ছাড়াও দলীয় বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন বক্তারা।