বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০১:২৪ অপরাহ্ন
মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘মিনি ম্যারাথন-২০২০’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-ভোলা সড়কের জিরো পয়েন্ট থেকে দৌড় শুরু করে অংশগ্রহনকারীরা। হিরন পয়েন্টে গিয়ে শেষ হয়।
৪ দশমিক ৭ কিলোমিটার এই মিনি ম্যারাথনে মোট ৯১জন শিক্ষার্থী অংশগ্রহন করে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল কর্তৃপক্ষ এই ম্যারাথনের আয়োজন করে।
ম্যারাথনে আইন বিভাগের রিফাত সরোয়ার খান ১ম, বাংলা বিভাগের মেহেদী হাসান সালমান ২য়, গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাজেদুল ইসলাম তৃতীয় হন।