বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৭:৩০ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় জাবরহাট ইউনিয়ন পরিষদ সদস্য রাবেয়া খাতুন (৬০) এর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার ছেলে আব্দুর রহমান।
বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাবেয়া জেলার পীরগঞ্জ উপজেলার চন্দ্ররিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।
প্রত্যদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ১১টায় রাবেয়া খাতুন পরিষদের কাজে ছেলে আব্দুর রহমানের সঙ্গে মোটরসাইকেলে উঠে বাড়ি থেকে পীরগঞ্জ আসছিলেন। পথিমধ্যে জাবরহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। ওই সময় জাবরহাট বাজারের দিকে আসা একটি গরু বোঝাই ভটভটি রাবেয়াকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুর রহমান এখন পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত বজলুর রশিদ জানান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।