বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন
অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবীতে দ্বিতীয় দিনের মত বরিশালে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচী পালন করেন।
শিক্ষার্থীরা কলেজের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে কলেজের মূল সড়ক প্রদক্ষিণ করে কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে করে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরবর্তীতে কলেজ প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি সমাধানের পুনরায় আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
শিক্ষার্থীরা জানান, অনার্স চতুর্থ বর্ষের (২০১৫-২০১৬) পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ঐতিহাসিক ৭ই মার্চের দিনেও পরীক্ষা রাখা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় যে রুটিন প্রণয়ন করেছে তাতে আমাদের পরীক্ষা দেয়া সম্ভব নয়। তাছাড়া মুজিব বর্ষের অনুষ্ঠানের মধ্যে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইনা।