বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৩:২০ অপরাহ্ন
অভিযোগ সূত্রে জানা যায়, নগরীর কাশিপুরের গণপাড়া মৌজার জেএল নং ১২, খতিয়ান ৮২৪, ১০২৩/১০২৫ নং দাগে গাছসহ ২১ শতাংশ জমি মৃত জাহাঙ্গির হোসেন হাওলাদারের কাছ থেকে ক্রয় করে ৩০ বছর ভোগ দখল করে আসছেন। এমতাবস্থায় গত শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে বিএনপির সহ সভাপতি কবির রাঢ়ীর ছেলে ইমরান হোসেন রাঢ়ী, বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ খান ফয়েজ এবং স্বঘোষিত ছাত্রলীগ নেতা মশিউর রহমানসহ ১০/১২ মিলে গাছ জোড়পূর্বক কেটে নেয়। এতে বাধা দিতে গেলে মাহবুবুর রহমান সোহেলকে মারধর করে প্রাণনাশের হুমকি দেয়। কিন্তু, এতেও কমছে না তাদের দৌড়াত্ব। এরপরেও নানা হেয় ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, জমির পূর্বের মালিক জাহাঙ্গির হোসেন হাওলাদার মারা যাওয়ায় স্থানীয় ভূমি দস্যুরা জমিটি দখলের পায়তারায় লিপ্ত একটি মহল। তাদের উদ্দেশ্য জমিটি দখলে নিয়ে বিক্রি করে দেয়া।
এ ব্যাপারে অভিযুক্তদের মোবাইলে বার বার ফোন দিয়ে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শাহ্ ফয়সাল আহমেদ জানান, দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।