বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ইংরেজী প্রথম পত্রে ৪৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
পাশাপাশি ঝালকাঠি জেলায় ১জন, বরিশাল জেলায় ২ জন ও ভোলা জেলায় ৩ জন পরীক্ষার্থীসহ মোট ৬ জন বহিষ্কার হয়েছে। বরিশাল শিক্ষা বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ইংরেজী প্রথম পত্রে অনুপস্থিতির মধ্যে ভোলা জেলায় ৭৪, বরগুনায় ৪৯, পটুয়াখালীতে ১০০, পিরোজপুরে ৩৮, ঝালকাঠিতে ৩১ ও বরিশালে ১৪৫ জন রয়েছে।
এরফলে আজ ইংরেজী প্রথম পত্র পরীক্ষায় মোট ৯৭ হাজার ৯১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৭ হাজার ৪৭৫ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন। বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার এবছর মোট ১ হাজার ৪২৮টি বিদ্যালয় থেকে ১ লাখ ১৩ হাজার ৮৩ জন পরীক্ষার্থীর অংশগ্রহন করছে এসএসসি পরীক্ষায়। যা গত বছরের থেকে ৫ হাজার ৫০৮ জন বেশি। আর মোট পরীক্ষার্থীর মধ্যে অনিয়মিত পরীক্ষার্থী-ই রয়েছে ২৩ হাজার ৪০৯ জন। যা মোট পরীক্ষার্থীর প্রায় ২১ শতাংশ।