বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৭:১৬ পূর্বাহ্ন
সারাদেশের মত বরিশালে অনুষ্ঠিত হয়েছে স্কুল এবং মাদরাসায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনী পর্যন্ত স্কুল কেবিনেট নির্বাচন।
শনিবার সকাল ৯টা থেকে একযোগে শুরু হয় নির্বাচন। চলে দুপুর ২টা পর্যন্ত।
বরিশাল জেলার ৪২০টি স্কুল, ২৬০টি মাদরাসা সহ মোট ৬৮০টি শিক্ষা প্রতিষ্ঠানে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নগরীর শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীরা জানান, ছোট বেলা থেকে গনতন্ত্র চর্চার অভ্যাস গড়ে উঠছে তাদের।
এদিকে ওই স্কুলের প্রধান শিক্ষক মু. এবাদুল ইসলাম জানান, ভবিষ্যতে জনপ্রতিনিধি এবং দেশ শাসনে অভ্যস্ত করার জন্য এই নির্বাচনের আয়োজন করে সরকার।