সোনার ঝুমকা নয়, সোনার সঙ্গে কোন মিল আছে কি না জানি না। তারপও সোনাইল ফুল জয় করে আছে প্রকৃতি। নামটা তার সোনামাখা সোনাইল রয়ে গেছে। গ্রাম বাংলায় হোনাইল বা সোনালু নামে অধিক পরিচিত। এই গ্রীষ্মের দুপুরে ঝুমকা ফুলের মত সারি ঝুলে থাকে গাছ জুড়ে। দেখলে পরান ঝুড়িয়ে যায় পথিকের। নগরীর বান্দ রোড থেকে ক্যামেরা বন্দি করেছেন এন আমিন রাসেল।