শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
বরিশালের বাকেরগঞ্জে মালবাহি পিকআপ নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে চালকসহ ২ জন নিহত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে বাকেরগঞ্জ উপজেলার নন্দপাড়া এলাকার বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানাগেছে, নিহতদের মধ্যে পিকআপ চালক রুবেল ও তার সহযোগী (হেলপার) কুদরত রয়েছে। এদের উভয়ের বাড়ি খুলনা জেলায়।
স্থানীয়রা জানান, দুর্ঘটনাস্থল অতিক্রমকালে বাড়ি নির্মাণ সামগ্রী বোঝাই করা পিকআপটির চাঁকা পাংচার হয়ে যায়। এতে নিয়ন্ত্রন হারিয়ে পিকআপটি খাদে পড়ে উল্টে যায়।
এতে ঘটননাস্থলে ১ জন নিহত হন ও ৩ জন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরো ১ জনের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম।