শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
বেগম জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে বরিশালে জেলা ও মহানগর বিএনপি পৃথক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে।
রোববার (১৫ ডিসেম্বর) সকালে নগরের সদররোডের বিএনপির দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অপরদিকে অশ্বিনী কুমার হলের সামনে জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চানের সভাপতিত্বে জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
মহানগর ও জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতারাসহ অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।