শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
বরিশালের উজিরপুরে গ্রামীন ব্যাংকের ম্যানেজারকে কুপিয়ে দেড়লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (০৯ ডিসেম্বর) দুপুরে উজিরপুর-ধামুরা সড়কের মুলপাইন এলাকায় এ ঘটনা ঘটে।আহত আবু জাফর(৪৩) ফরিদপুর জেলার রাজবাড়ী উপজেলার বাসুদেবপুর গ্রামের আকবর আলির ছেলে এবং উজিরপুর উপজেলা শাখা গ্রামীন ব্যাংকের ম্যানেজার।
সে জানায়, বেলা ১ টার দিকে উপজেলার মুলপাইন এলাকার ২টি কেন্দ্রের উত্তোলনকৃত দেড় লক্ষ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে ব্যাংকের উদ্দেশ্যে রওয়ানা দেন। একই এলাকার জলিল সন্নামতের বাড়ীর সামনে আসলে ছিনতাইকারীরা পথরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত যখম করে সাথে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়। তবে ছিনতাইকারীদের কাউকে চেনা সম্ভব হয়নি।
এসময় ডাকচিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল এসে আহতকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে যায়।
এ ব্যপারে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউল আহসান জানান, বিষয়টি জানতে পেরে থানা পুলিশের সদস্যরা তাৎক্ষনিক ঘটনাস্থলে যান ছিনতাইকারীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।