শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন
প্যারিস চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদররোডে এ কর্মসূচির আয়োজন করে বরিশাল সচেতন নাগরিক কমিটি (সনাক)।
সনাক সহ-সভাপতি প্রফেসর শাহ সাজেদার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনের ধারণাপত্র পাঠ করেন ইউথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) সদস্য ফাইয়াজ আহম্মেদ।
মানবন্ধনে আরও বক্তব্য রাখেন মানবাধিকার ও সমাজকর্মী ডা. সৈয়দ হাবিবুর রহমান, আইসিডির নির্বাহী পরিচালক আনোয়ার জাহিদ, বরিশাল মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোতালেব হাওলাদার, উপকুলীয় জলবায়ু আন্দোলনের সভাপতি কাজী মিজানুর রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ চৌধুরী, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল প্রমুখ।