শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন
অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকরভাবে ফ্রিজে কাঁচা মাংস ও মাছের সঙ্গে মুরগির গ্রিল সংরক্ষণের অপরাধে বরিশাল নগরের চৌমাথা এলাকার মুসলিম সুইটস অ্যান্ড রেস্তোরাঁকে আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া বিশেষ ধরনের ঠোঙার মাধ্যমে ওজনে কম দেওয়ায় নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকার দু’টি ফল দোকানিকে এক হাজার টাকা করে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (২৩ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোক্তা সংরক্ষণ অধিদফতর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে নগরের বিভিন্ন এলাকায় ভেজালবিরোধী এ অভিযান চালানো হয়। অভিযানকালে থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন।