শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:৫১ অপরাহ্ন
বরিশালের গৌরনদীতে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ২৫ বছরের এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জানাগেছে, গৌরনদী উপজেলা সদরের আশোকাঠি গ্রামের ওই বিধবা যুবতীর তার বাবা-মা গত ১৮ নভেম্বর রাত ১০টার দিকে বসতঘরে রেখে গৌরনদী বন্দরে যান। এসময় তারা ভিকটিমেকে ঘরের ভেতরে রেখে দরজার বাহির থেকে তালা লাগিয়ে যায়। এ সুযোগে ওইদিন রাত সাড়ে ১০টার দিকে প্রতিবেশী রাজন খান(২৯) কৌশলে তাদের বসত ঘরে প্রবেশ করে এবং ধারালো অস্ত্রের (চাকু) মুখে জিম্মি করে বিধবা ওই যুবতীকে জোর পূর্বক ধর্ষণ করে। রাত পৌনে ১১ টার দিকে যুবতীর বাবা-মা বাড়িতে ফিরে এলে, তাদের উপস্থিতি টের পেয়ে ধর্ষক রাজন খান দৌড়ে পালিয়ে যায়। এ সময় ধর্ষিতার বাবা-মায়ের ডাক চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে ধর্ষককে পিছু ধাওয়া করেও ধরতে পারেনি। মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় ধর্ষিতা নিজে বাদি হয়ে শুক্রবার গভীর রাতে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। ধর্ষক পলাতক রয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশ শনিবার (২৩ নভেম্বর) সকালে ধর্ষিতাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।