বুধবার, ১৪ মে ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন
বরিশাল উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে তাকে বরিশালে নগরের নাজিরেরপুল এলাকা থেকে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানা পুলিশের সহকারী কমিশনার (এসি) মোঃ রাসেল জানান, পূরাতন একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিলো। এদিকে পুলিশের একটি সূত্রে জানাগেছে, ২০১৩ সালে বিমানবন্দর থানার একটি মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী আকন কুদ্দুসুর রহমান। আর সেই মামলাতেই তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হচ্ছে।