শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন
বরিশালের আগৈলঝাড়ায় আগুনে পুড়ে ৮ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও একটি দোকানঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। বৃহষ্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে পার্শবর্তী গৌরনদী উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে একটি ফার্নিচারের দোকানে রাখা গ্যাস সিলিন্ডার ব্লাষ্ট হয়ে এ আগুনের সূত্রপাত ঘটে। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস জানান, আগুনের সূত্রপাতের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া পুরোপুরি ক্ষতিগ্রস্থ ৮ দোকানি ও ১ জন আংশিক ক্ষতিগ্রস্থ দোকানি তালিকা করে জেলা প্রশাসককে প্রেরণ করা হবে। যদিও তিনি এরইমধ্যে ক্ষতিগ্রস্থদের টিন ও আর্থিক সহায়তা প্রদান করার জন্য বলেছেন।