মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন
বরিশালে পৃথক অভিযানে ১৮ মণ জাটকা জব্দ করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দিবাগত রাতে বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোড এলাকায় ও কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। এরমধ্যে বরিশাল নগর সংলগ্ন কীর্তনখোলা নদীতে কোষ্টগার্ড বরিশাল স্টেশানের পেটি অফিসার মোঃ জামাল এর নেতৃত্বে অভিযান চালিয়ে নৌযান থেকে ১০ মণ জাটকা জব্দ করে। অপরদিকে বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোড এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল ইকবালের নেতৃত্বে বিভিন্ন পরিবহনে অভিযান চালিয়ে ৮ মণ জাটকা জব্দ করা হয়। যে সব জাটকা রাতেই নগরের বিভিন্ন এতিখানায় বিতরণ করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল ইকবাল।