বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত কলাপাড়ায় সরকারি এম বি কলেজ মাঠ উন্মুক্ত করার দাবীতে মানববন্ধন কুয়াকাটায় বেড়িবাঁধ নির্মাণে সংরক্ষিত বনের বালু উত্তোলন, হুমকিতে সবুজ বেষ্টনী বঙ্গোপসাগরে নিম্নচাপ, উপকূলে গুমট পরিবেশ চন্দ্রদ্বীপ ইউনিয়নের রাস্তা সহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এলজিইডির টিম বাউফল নারীর বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে ৮দিনের অভিযানে ১৯ জেলে আটক, প্রায় সাড়ে ৩ লক্ষ মিটার জাল জব্দ বাংলাদেশ মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদ বরিশাল মহানগরীর প্রতিনিধি সমাবেশ কলাপাড়ায় নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা কুয়াকাটা পৌর বিএনপির অফিস ভাংচুর মামালায়, পৌর আওয়ামী লীগ সভাপতি সহ ৪ জন জেল হাজতে ডাকাত বাহিনীর প্রধান ২০মামলার আসামী জুয়েল মৃধা গ্রেপ্তার  কলাপাড়ায় এইচএসসিতে মহিপুর  মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজ এগিয়ে ৫ দিন পাঞ্জা লড়ে মৃ-ত্যুর কাছে হার মানলেন সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম উপকূলের শিশুদের সাঁতার প্রশিক্ষণ শেষে প্রতিযোগিতা মহিপুরে অর্থের অভাবে অন্ধ হতে বসেছে শিশু তাওহিদ, সাহায্যের আবেদন
বরিশালে করমেলায় ৮ কোটি ৯০ লাখ টাকা আদায়

বরিশালে করমেলায় ৮ কোটি ৯০ লাখ টাকা আদায়

Sharing is caring!

বরিশাল কর অঞ্চলের আওতায় বিভাগের ছয়টি জেলা সদর ও পাঁচটি উপজেলা সদরে আয়কর মেলায় আট কোটি ৯০ লাখ টাকার কর আদায় হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) ছিল আয়কর মেলা-২০১৯ এর শেষ দিন।

এরমধ্যে বিভাগীয় শহর বরিশালে কর মেলা ৭ দিনব্যাপী হলেও অন্য ৫ জেলায় চার দিনব্যাপী এবং বিভাগের পটুয়াখালী জেলার কলাপাড়া, গলাচিপা, পিরোজপুর জেলার নেছারাবদ, ভোলা জেলার লালমোহন ও ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় দুই দিনব্যাপী কর মেলার আয়োজন করে বরিশাল কর অঞ্চল।

বরিশাল কর অঞ্চলের উপ-কর কমিশনার (প্রশাসন) মো. আবুল কালাম আজাদ জানান, কর মেলার শেষদিনে বিভাগীয় শহর বরিশালে ২ কোটি ২৩ লাখ ২৬ হাজার ৫১ টাকার আয়কর আদায় করা হয়েছে। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন চার হাজার ৫৫৮ জন করদাতা। নতুন ইলেকট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন (ই-টিআইএন) গ্রহণ করেছেন ১৪০ জন। এছাড়া মোট সেবাগ্রহণ করেছেন ১৬ হাজার ৫৬৩ জন।

এদিকে, ভোলা জেলায় মেলার চতুর্থ দিন বুধবার জেলা পর্যায়ের মেলার শেষদিনে ২৩ লাখ ১১ হাজার ৫৬৮ টাকার আয়কর আদায় করা হয়েছে। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন ৮০৭ জন করদাতা। নতুন ই-টিআইএন গ্রহণ করেছেন ৩২ জন। আর মোট সেবাগ্রহণ করেছেন ৪ হাজার ৩২৫ জন।

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় দ্বিতীয় দিন বুধবার অর্থাৎ উপজেলা পর্যায়ের মেলার শেষদিনে ছয় লাখ ১৯ হাজার ৫২০ শত টাকার আয়কর আদায় করা হয়েছে। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন ১৭৮ জন করদাতা। নতুন ই-টিআইএন গ্রহণ করেছেন ১৫ জন। আর মোট সেবাগ্রহণ করেছেন এক হাজার ৩৫৫ জন।

একই উপজেলার গলাচিপা উপজেলায় দ্বিতীয় দিন বুধবার অর্থাৎ উপজেলা পর্যায়ের মেলার শেষদিনে চার লাখ ৯৭ হাজার ৯০১ শত টাকার আয়কর আদায় করা হয়েছে। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন ২২২ জন করদাতা। নতুন ই-টিআইএন গ্রহণ করেছেন ১০ জন। আর মোট সেবাগ্রহণ করেছেন এক হাজার ৭০১ জন।

সেই হিসেবে বরিশাল কর অঞ্চলে বুধবারে মোট দুই কোটি ৫৭ লাখ ৫৫ হাজার ৪০ টাকার আয়কর আদায় করা হয়েছে। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন পাঁচ হাজার ৭৬৫ জন করদাতা। নতুন ই-টিআইএন গ্রহণ করেছেন ১৯৭ জন। আর মোট সেবাগ্রহণ করেছেন ২৩ হাজার ৯৪৪ জন।

অপরদিকে মেলার সাত দিনের মোট হিসেব অনুযায়ী বরিশাল কর অঞ্চলে আট কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৫৪ টাকার আয়কর আদায় করা হয়েছে। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন ২৪ হাজার ১০ জন করদাতা। নতুন ই-টিআইএন গ্রহণ করেছেন ৯৫৯ জন। আর মোট সেবাগ্রহণ করেছেন ৯৩ হাজার ৩১৬ জন।

গতবছরের হিসেবে এ বছর সেবাগ্রহণকারী ও নতুন ই-টিআইএন গ্রহণকারীর সংখ্যা কমলেও বেড়েছে রিটার্ন দাখিল ও কর আদায়ের পরিমাণ।

গতবছর মেলার সাত দিনের বরিশাল কর অঞ্চলে আট কোটি ৩২ লাখ ৯৮ হাজার ৮৮৭ টাকার আয়কর আদায় করা হয়েছিল। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছিল ১৮ হাজার ৩৬১ জন করদাতা। নতুন ই-টিআইএন গ্রহণ করেছেন এক হাজার ১৬৬ জন। আর মোট সেবাগ্রহণ করেছেন এক লাখ ৩৫ হাজার ৮২৯ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD