রবিবার, ১৩ Jul ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় ২০১৯ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) ও সাধারণ বৃত্তি প্রাপ্তদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। বরিশাল শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক বিপ্লব কুমার ভট্টাচার্য্য সাক্ষরিত প্রকাশিত তালিকা অনুযায়ী বরিশাল বোর্ডে এবারে (২০১৯ সাল) মোট ৩২ জন মেধাবৃত্তি পেয়েছেন। যারমধ্যে বিজ্ঞান বিভাগে ১৬ জন, মানবিক বিভাগে ৮ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৮ জন রয়েছেন। অপরদিকে সাধারণ বৃত্তি পেয়েছেন ৫৬১ জন। যারমধ্যে বিজ্ঞান বিভাগে ১৪০ জন ছাত্র ও ১৪১ জন ছাত্রীসহ মোট ২৮১ জন রয়েছেন। মানবিক বিভাগে ৭০ জন ছাত্র ও ৭০ জন ছাত্রীসহ মোট ১৪০ জন রয়েছেন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭০ জন ছাত্র ও ৭০ জন ছাত্রীসহ মোট ১৪০ জন রয়েছেন।