শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
বরিশালের উজিরপুর উপজেলায় কালাম সরদার (৫৩) নামে এক দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্বজনদের দাবি, ঋণের বোঝা সইতে না পেরে বসতবাড়ির পাশে আমগাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন কালাম।
রোববার (১৭ নভেম্বর) সকালে উপজেলার বড়াকোঠা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কালাম ওই গ্রামের মোসলেম সরদারের ছেলে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আত্মহত্যার বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।