বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে নানা অভিযোগে দুটি হাসপাতালে অভিযান চালিয়েছেন র্যাব-৮ পটুয়াখালী জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুবুর ইসলাম ও ডিপ্লোমেসি চাকমা। এ সময় একজনকে ছয় মাসের কারাদন্ড ও দুই হাসপাতলকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মহিউদ্দিন ও র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক রইস উদ্দীন। তারা জানান, হাসপাতাল দুটির বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিলো। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় র্যাবের একটি দল প্রথমে শহরের কালিকাপুর এলাকায় জাহানারা হাসপাতালে অভিযান চালায়। সেখানে নানা অনিয়েমের কারণে দুই লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে শহরের ছোট চৌরাস্তা এলাকায় লায়ন চক্ষু হাসপাতালে অভিযান চালায় র্যাব। এ সময় বিভিন্ন অভিযোগে চক্ষু হাসপাতালকে দুই লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় হাসপাতালের চেয়ারম্যান মশিউর রহমানকে আটক করে ছয় মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।