রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন
আসুন পরিবারকে ডায়াবেটিক মুক্ত রাখি- এই শ্লোগানে বরিশালেও পালিত হয়েছে আন্তর্জাতিক ডায়াবেটিস দিবস। এ উপলক্ষ্যে বৃহষ্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৮টায় নগরের সদররোড থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বান্দরোডস্থ অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন আহম্মদ ডায়াবেটিক ও জেনারেল হাসপাতাল চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষ্যে সেখানে আলোচনাসভা ও বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্নয় করা হয়। জনগনকে সচেতন করার উদ্দেশ্যেই ডায়াবেটিক সমিতি ও বিভিন্ন রোটারি ক্লাবের নানা আয়োজনে দিবসটি পালন করা হয় বলে জানিয়েছেন সংশ্লিস্টরা।