রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
বরিশাল নগরের সাগরদী বাজারে দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানার সোমবার (১১ নভেম্বর) ভোররাতে সাগরদী বাজার জামে মসজিদের ভাড়া দেওয়া ফজিলত স্টোর ও তার বিপরীত পাশে মা জুয়েলার্সে এই চুরি সংঘটিত হয়। রাত সাড়ে তিনটার দিকে একটি সংঘবদ্ধ চোর চক্র দুটি দোকানের সাটার ভেঙ্গে ভিতরে ঢোকে। আর চুরির মালামাল নেওয়ার জন্য একটি মাঝারি আকৃতির ট্রাক নিয়ে এসেছিল বলে জানিয়েছেন কোতয়ালি মডেল থানার এএসআই সবুজ। তিনি জানান, মোবাইল ডিউটি চলাকালীন রাত সাড়ে তিনটার দিকে নজরে আসে কয়েকজন লোক মা জুয়েলার্সের ভেতর থেকে বাঁশ দিয়ে সিন্দুক নামিয়ে ট্রাকে তোলার চেষ্টা করছে। ঘটনাটি সন্দেহ হলে ডিউটি টিম সেখানে উপস্থিত হই। তাদের আটকের চেষ্টা চালাই। চোরচক্র আমার ওপরে হামলা করে ট্রাকযোগে শহরের দিকে পালিয়ে যায়। মাহিন্দ্রাযোগে ধাওয়া দিলে এত দ্রুতগতিতে ট্রাকটি পালিয়ে যায় ধরা সম্ভব হয়নি। কিছুক্ষণ পর ট্রাকটি আবার ঘুর আসে। কিন্তু ঘটনাস্থলে পুলিশ উপস্থিতি টের পেয়ে দ্রুত গাড়িটি দপদপিয়া সেতুর ওদিকে পালিয়ে যায়। শেষে দোকান মালিকদের ডেকে আনলে তারা জানতে পারে তাদের দোকান চুরি হয়েছে। এ বিষয়ে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানিয়েছেন, চোর আটকের চেষ্টকালে আহত পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা চোর সনাক্তের চেষ্টা করছি। এখনো থানায় কোন অভিযোগ না হলেও এ ঘটনায় মামলা হবে বলে জানান নুরুল ইসলাম। মা জুয়েলার্সের স্বত্বাধিকারী সুদেব কর্মকার বলেন, পুলিশ না এসে পরলে আমার সমস্ত সম্পত্তি নিয়ে যেত। সিন্দুকটি নিতে পারে নাই বিধায় খুব বেশি মালামাল যায়নি। শোকেজে প্রর্দশনের জন্য রাখা অলংকার শুধু নিয়েছে। তাতে চার ভরির মত স্বর্ণালংকার চুরি হয়েছে। ফজিলত স্টোর্সের স্বত্বাধিকারী শাহে আলম বলেন, আমারতো ফ্লেক্সিলোডের দোকান। খুব বেশি টাকা রাতে ক্যাশে ছিল না। ঝড়ের রাত বিধায় হাজার পঁচিশে ছিল। সেটাই নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ঝড়ের কারনে বিদ্যুৎহীন নগরে রাতে মোবাইল নেটওয়ার্কও বন্ধ ছিল। যে কারনে ট্রাকসহ চুরি করতে আসতে পেরেছে চোর।