রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে তিন দিন বন্ধ থাকার পর সারা দেশে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (১১ নভেম্বর) বেলা ১২ টায় বরিশাল নদী বন্দর থেকে লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। এরপর অখ্যন্তরীন রুটের লঞ্চে যাত্রীদের ওঠাতে শুরু করে। তবে যাত্রীরা সকাল থেকেই বরিশাাল নদী বন্দরে অবস্থান নেয় হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলাসহ বিভিন্ন স্থানে যাওয়ার জন্য। এর আগে গত শুক্রবার বিকেলে সারা দেশে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে বিআইডব্লিউটিএ।