রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন
বরিশালের উজিরপুর উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ঘরচাপা পড়ে আশালতা মজুমদার (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
রোববার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। আশালতা উজিরপুর পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডের দক্ষিণ মাদারসী এলাকার বাসিন্দা।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা আক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল ৩টার দিকে ঝড়ের সময় ওই বৃদ্ধার বসতঘরের ওপর একটি গাছ উপড়ে পড়ে। এতে ঘরটি বিধ্বস্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর অংশে কিছু গাছ উপড়ে পড়েছে। যা অপসারণ করার কাজ চলছে।