রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:১২ অপরাহ্ন
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানা পুলিশের অভিযানে এক ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহষ্পতিবার (০৭ নভেম্বর) সকালে মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর সাতহাজার বিঘা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া মানিক হাওলাদার (০৪) কাজীরহাট থানাধীন কুদিঘাটা এলাকার আব্দুল মালেক পেশকারের ছেলে। বিষয়টি নিশ্চিত করে কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুল ইসলাম জানান, মানিকের বিরুদ্ধে একটি ডাকাতিসহ ৩ টি মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিলো। এছাড়া তার বিরুদ্ধে আরো বেশ কিছু মামলা রয়েছে। সে আন্তজেলা ডাকাত দলের সদস্য। গ্রেফতারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।