রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:১২ অপরাহ্ন
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশাকে মহানগর আওয়ামী লীগের সদস্যপদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) রাতে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেনের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের সদস্যপদ থেকে সাময়িকভাবে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে বরিশাল মহানগরের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
জানা গেছে, সম্প্রতি বরিশাল আওয়ামী লীগে অনুপ্রবেশকারীর তালিকায় নাম আসে মহানগর আওয়ামী লীগের সদস্য তৌহিদুল ইসলাম বাদশার।