বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জরাজীর্ণ ভবনে প্রাণভয়ে ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা পূন্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাসপূজা, মেলা চলবে ৫ দিন বরিশালে ভোক্তা অধিকার বিষয়ে সামাজিক সংগঠনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাউফলের এস. এম. জালাল সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত পটুয়াখালীর লোহালিয়ায় বাজার ইজারা নিয়ে দুগ্রুপের সংঘর্ষে চাঞ্চল্য কর হত্যা মামলার আসামী র‌্যাবের হাতে গ্রেপ্তার কুয়াকাটায় এক কোরাল মাছ ২৬ হাজার টাকায় বিক্রি চাকরিতে বহাল ও প্রভিডেন্ট ফান্ডের টাকা পেতে বরিশালে স্মারকলিপি বরিশাল মহানগর জাতীয়তাবাদী ঘাট শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন ভোট দিয়ে বেহেশত পাওয়া গেলে, আমি নির্বাচন না করে বেহেশতে যেতে চাই” ,,,,,,,,,এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শতাধিক আওয়ামী লীগ কর্মী বিএনপিতে যোগদান বরিশালে সংবাদ সম্মেলনের পরে ভুক্তভুগীর বাড়িতে মিছলসহ হামলা, বিএনপির নেতার বিরুদ্ধে অভিযোগ ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কলাপাড়া যুবদলের র‍্যালী ও যুব সমাবেশ চরমোন্তাজের মোজাম্মেল মেম্বারের বিরুদ্ধে মিথ্যা মামলা: গলাচিপায় সংবাদ সম্মেলন আনন্দঘন পরিবেশে আলিপুর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত কলাপাড়ায় কৃষক বাজার গণসংযোগে এনসিপির কেন্দ্রীয় নেতা
উন্নয়নের সাথে সাথে দেশে লুন্ঠন, দূনীর্তি মহামারি আকার ধারন করেছে : মেনন

উন্নয়নের সাথে সাথে দেশে লুন্ঠন, দূনীর্তি মহামারি আকার ধারন করেছে : মেনন

Sharing is caring!

বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন-এমপি বলেছেন, সরকারের উন্নয়নের সাথে সাথে দেশে লুন্ঠন, দূনীর্তি মহামারি আকার ধারন করেছে। একদিকে সরকার উন্নয়ন করছে অন্যদিকে সরকারের আশেপাশের লোকজন দূর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি কাটা লুফে নিচ্ছে। এতে করে সরকারের উন্নয়ন ধামাচাপা পরে যাচ্ছে। উন্নয়ননের সুফল পাচ্ছেনা দেশের মানুষ।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে ওয়াকার্স পার্টির বরিশাল জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি ক্যাসিনো পরিচালনাকারীরা অসৎ উদ্দেশ্যে দলে অনুপ্রবেশ করে জানিয়ে বলেন, “ক্যাসিনো চালকরা শত শত কোটি টাকা কামাই করে ও খেলাপি ঋণের টাকা বিদেশে পাঠিয়ে সেকেন্ড হোম বানিয়েছে। দেশের কোটি কোটি টাকা তারা বিদেশে পাচার করছে। এর সাথে যারা জড়িত রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসার আহবান জানান তিনি।

তিনি আরো বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও আমি নিজেও আন্দোলন সংগ্রাম করেছি। অথচ আজ সেই ভোটে সাধারন জনগন নিজেদের মতামত প্রকাশ করতে পারছেনা। এমনকি উপজেলা নির্বাচন, ইউনিয়ন নির্বাচনেও ভোটের অধিকার হারাচ্ছে মানুষ।

তিনি বলেন, উন্নয়ন মানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা হনন নয়। যে দেশে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনা সে দেশের উন্নয়ন মুখ থুবরে পরবে।

দূর্নীতির কথা উল্লেখ করে মেনন বলেন, এতিমের টাকা মেরে দেওয়ার জন্য খালেদার জেল হয়েছে, টাকা পাচার করার অভিযোগে ছেলে তারেক রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে , এখন যারা দূর্ণীতি করছে তাদের বিচার কবে করা হবে বলে প্রশ্ন রাখেন তিনি।

তিনি ঐক্যফ্রন্টের ড. কামাল হোসেনের উদ্দেশ্যে বলেন, তিনি বলেছিলেন বিএনপি জামায়াতের সাথে ঘর করবেন না। কিন্তু এখন তিনি বিএনপি জামায়াতকে সাথে নিয়ে ঐক্যফ্রন্ট গড়ে তুলেছেন। তিনি এর আগেও এমটা করেছেন কিন্তু আন্দোলন শুরু করে তিনি বিদেশে চলে গিয়েছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বরিশাল আজ অন্য সকল জেলার চেয়ে অবহেলিত। এখানে রাজনৈতিক কর্মকান্ড স্থবির হয়ে আছে। উপযুক্ত কর্মকর্তা না থাকায় আজ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত হয়ে করা হয়েছে।

কমরেড নজরুল ইসলাম নীলুর সভাপতিত্বে আয়োজিত জেলা সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কমরেড আনিছুর রহমান মল্লিক।

এসময় আরো বক্তব্য রাখেন, জেলা ওয়াকার্স পার্টির সাধারন সম্পাদক শেখ মোঃ টিপু সুলতান, কমরেড শান্তি দাস, কমরেড অধ্যাপক বিশ্বজিৎ বাড়ৈ, শাহজাহান তালুকদার, ফাইজুল হক বাড়ী কমরেড এস এম জাকির হোসেন প্রমুখ।

এরআগে বেলা ১১ টায় অশ্বিনী কুমার হল চত্বরে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জেলা সম্মেলন কার্যক্রমের শুভ সূচানা করা হয়।

পরে জেলা সভাপতি ও জেলা সাধারন সম্পাদক সহ দলীয় নেতা কর্মীরা লাল পতাকা নিয়ে নগরে র‌্যালি বের করে। যা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার হল চত্বরে এসে শেষ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD