বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন
বরিশালের মুলাদীতে অভিযান চালিয়ে জেএমবির দাওয়াত শাখার এক সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা। শুক্রবার (১১ অক্টোবর) সকালে র্যাবের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরআগে বৃহষ্পতিবার দিবাগত রাতে মুলাদী উপজেলার দক্ষিণ কাজিরচর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মোঃ সালাউদ্দিন কাওসার(৪০) মুলাদী উপজেলার দক্ষিণ কাজিরচর এলাকার মৃত আব্দুল মজিদ মাষ্টারের ছেলে। র্যাব জানায়, আটক মোঃ সালাউদ্দিন কাওসার দক্ষিণ কাজির চর স্থানীয় মাদ্রাসা হতে দাখিল পাশ করেন। তিনি স্থানীয় হার্ডওয়ার ও ইলেকট্রিক দোকানে কাজের পাশাপাশি স্থানীয় মসজিদে ইমামতির দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে সুলতান নাসির উদ্দিন ওরফে নাসির এর সাথে পরিচয় হয় এবং জেএমবি’র কার্যক্রমে অনুপ্রানিত হন। সে জেএমবি’র দাওয়াত শাখার সদস্য হিসাবে বিভিন্ন স্থানে কর্মী সংগ্রহের কাজ করে আসছেন। বর্তমানে সে তার নিজের পেশার আড়ালে গোপনে উগ্রপন্থী কর্মকান্ডের দাওয়াত দেশব্যাপী পরিচালনার পরিকল্পনা ও বাস্তবায়ন করে আসছে।