রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন
বরিশালে সম্মিলিত মঙ্গলগীত, নৃত্য পরিবেশন ও বাদ্যের তালে তালে ১১তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা উৎসবের সূচনা হয়েছে। শুক্রবার (০৪ অক্টোবর) সকালে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে ২ দিন ব্যাপী এ মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননার উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্। এ সময় মেয়র তার বক্তব্যে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, তাঁর পরিবার সাংস্কৃতিক পরিবার। তিনি সব সময় পাশে থাকবেন। এছাড়া তিনি সকলকে পরিবেশের ভারসাম্য রক্ষায় মাটির জিনিসপত্র ব্যবহার করার জন্য আহবান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো:শাহাবুদ্দিন খান, বরিশাল বিসিক উপ- মহাব্যবস্থাপক মোঃ জালিস মাহমুদ, অমৃত লাল দে এ্যান্ড কোং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিজয় কৃষ্ণ দে,বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক মানবেন্দ্র বটব্যাল,সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, সামিট পাওয়ার লিমিটেডের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এস,এম আলী আহসান, বরিশাল চেম্বার অব কমার্স এর পরিচালক মৃণাল কান্তি সাহা ও পরিচালক ভানু লাল দে। চারুকলা বরিশালের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন, অনুষ্ঠানের আহবায়ক সুশান্ত ঘোষ ও সদস্য সচিব বাপ্পী মজুমদার। এর আগে অনুষ্ঠানের মৃৎ ঐতিহ্যের ডকুমেন্টারি উপস্থাপন করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর বরিশাল ও খুলনা বিভাগের আঞ্চলিক পরিচালক এবং অনুষ্ঠানের বিশেষ অতিথি আফরোজা খান মিতা। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছে সঙ্গিতানুঞ্জলী এবং নৃত্য পরিবেশন করেছে প্রান্তিক নৃত্য সংগঠনের শিল্পীরা। অপরদিকে অনুষ্ঠানের শুরুতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় রয়েছে একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এদিকে দুদিন ব্যাপি এ উৎসবে রয়েছে পাললিক শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও মেলার আয়োজন। উল্লেখ্য মৃৎশিল্পী সম্মলনে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা এবং নওগাঁ, টাঙ্গাইল, শেরপুর, রাজশাহী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শরীয়তপুরসহ বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী মৃৎশিল্প এলাকার মৃৎসামগ্রি প্রদর্শন করা হয়। এছাড়া আগামীকাল দেশের বিভিন্ন অঞ্চলের দেড়শো মৃৎশিল্পীদের সম্মাননা প্রদান করা হবে এই আয়োজনে।