রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন
বরিশালে অভিযান চালিয়ে মাদকসহ এক দম্পতিকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বুধবার (০২ অক্টোবর) দিবাগত রাতে ৮ নগরের ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর আনসার অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলো, কুমিল্লা জেলার পাঁচতুবি ইউনিয়নের মাঝিকাছা এলাকার মোঃ জাহাঙ্গীর আলম (৩২) ও তার স্ত্রী মায়া আক্তার (২১)। অভিযানের নেতৃত্বদানকারী ডিবি পুলিশের এসআই সৈয়দ খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।