বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় জেলা বিএনপির নেতৃবৃন্দকে সংবর্ধনা কলাপাড়ায় মসজিদ-মন্দির উন্নয়ন বরাদ্দের টাকা লোপাটের অভিযোগ পুলিশের মৃদু লাঠিচার্যে সড়ক ছেড়েছে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় বিএনপি নেতার মতবিনিময় মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে… এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালীতে জনজীবন বিপর্যস্ত, উপকূল জুড়ে অতিভারী মাত্রায় বৃষ্টিপাত লঘুচাপের প্রভাবে উপকূলে অতিভারী বৃষ্টিপাত। সমুদ্র বন্দরে ০৩ নম্বর ও নদী বন্দরে ০১ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় ৫ হাজার প্যাকেট নকল সিগারেট জব্দ।।১লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড সভাপতি টিপু সম্পাদক অমল কলাপাড়া প্রেসক্লাবের কমিটি গঠন কলাপাড়ায় বিএনপির দিনব্যাপী সাংগঠনিক সভা সৎ এবং সুশিক্ষিত নেতৃত্বের মাধ্যমেই শিক্ষার উন্নয়ন সম্ভব….এবিএম মোশাররফ হোসেন সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল কলাপাড়ায় ফল উৎসব, কৃষক বাজার  ও শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা সুমনের সদস্য সচিব পদ স্থগিত করার প্রতিবাদে মানববন্ধন চাঁদাবাজ দখলবাজ এবং দুর্নীতিবাজ মুক্ত মেহেন্দিগঞ্জ গড়তে চাই ।। মেজবাহ উদ্দিন ফরহাদ
কর্মবিরতি প্রত্যাহার করেছে বরিশালে কর্মরত দূরপাল্লার পরিবহন শ্রমিক ও কর্মচারীরা

কর্মবিরতি প্রত্যাহার করেছে বরিশালে কর্মরত দূরপাল্লার পরিবহন শ্রমিক ও কর্মচারীরা

Sharing is caring!

দাবী ‍পূরন হওয়ার প্রতিশ্রুতিতে বরিশালে কর্মবিরতি কর্মসূচি থেকে সরে গিয়ে স্ব-স্ব কাজ শুরু করেছেন বরিশালে কর্মরত দূরপাল্লার বিভিন্ন পরিবহন কোম্পনীর ৩ শতাধিক শ্রমিক ও কর্মচারীরা। কর্মবিরতি পালনের ৪ ঘন্টার মধ্যে শ্রমিক কর্মচারীদের দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে পরিবহন কোম্পনী গুলো। আর তাই তার কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে। এরআগে বুধবার সকাল ৬টা থেকে বরিশাল নগরের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেতন ভাতা বাড়ানোর দাবি জানিয়ে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। আর শ্রমিক কর্মচারীদের এ আন্দোলনে একাত্বতা প্রকাশ করেছে বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। বিষয়টি নিশ্চিত করে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, শ্রমিক কর্মচারীদের দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে পরিবহন কোম্পনী গুলো। এ কারনে বরিশালে কর্মরত দূরপাল্লার বিভিন্ন পরিবহন কোম্পনীর শ্রমিক-কর্মচারীরা কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগে দিয়েছে। তিনি বলেন, মালিকদের কাছে এর আগে শ্রমিকদের মানবেতর জীবনের কথা বলে বেতন বাড়ানোর আহ্বান জানানো হয়েছিলো। কিন্তু দুই একজন বাদে কেউ শ্রমিকদের বেতন বাড়ায়নি। নিরুপায় হয়ে বুধবার সকাল থেকে কাউন্টার শ্রমিকরা কর্মবিরতি করবে বরে শ্রমিক ইউনিয়নকে জানিয়েছে।

বরিশাল-ঢাকা রুটের সুগন্ধা পরিবহনের স্থানীয় কাউন্টার ম্যানেজার মতিউর রমান বলেন, কলারম্যানদের মাধ্যমেই যাত্রীরা আসে। অথচ তাদের দৈনিক বেতন মাত্র ১৬০ থেকে ২শ’ টাকা। এই টাকায় তাদের সংসার চলে না। বেতন বাড়ানোর জন্য এর আগে শ্রমিক ইউনিয়নের মাধ্যমে মালিকদের সাথে সমঝোতার চেস্টা করা হয়েছিলো। কিন্তু কোন সুরহা হয়নি। অবশেষে আমরা বুধবার সকাল থেকে আন্দোলন শুরু করলে কোম্পনীর মালিকরা আমাদের দাবি মেনে নেয়ার সিধান্ত নিয়েছে। তাই আমরা আন্দোলন থেকে সরে গিয়েছি। এদিকে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতির কারনে সকালে দুরপাল্লার বাস চলাচলে বিঘ্নতার সৃষ্টি হলে যাত্রীরা পড়েন ভোগান্তিতে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD