রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীতে ভূমি দস্যুদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: জব্দ  হলো অবৈধ ভ্যাকু পটুয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী’র মনোনয়নপত্র সংগ্রহ তারেক রহমানের দেশে ফেরা ঠেকাতে হাদী হত্যাকাণ্ড -রহমাতুল্লাহ শহীদ ওসমান হাদির মৃত্যুতে জাতীয় শোক: পটুয়াখালী সরকারি জুবিলী স্কুলে উৎসবের ধৃষ্টতা হাদীর মৃত্যু’তে সারাদেশে শোকের ছায়া-পটুয়াখালীতে জামায়াত নেতা আন-নাহিয়ান এর অনুমতিতে কনসার্ট পিপলস রাইট ফাউন্ডেশনের এক বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ওসমান হাদির হত্যার প্রতিবাদে কুয়াকাটায় বিক্ষোভ। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান নলছিটিতে শোকের মাতম বরিশালে ছাত্রলীগের হামলায় ছাত্রদল নেতা আহত ইসলামিক রিচার্স সেন্টার বাস্তবায়নে প্রশাসনের হস্তক্ষেপ কামনা নগরীতে ফের মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছে সন্ত্রাসী নাক কাটা রুবেল বরিশালে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুব র‌্যালি সহ বর্ণাঢ্য অনুষ্ঠান করেছে জামায়াত কলাপড়ায় নৈশপ্রহরী আব্দুল মান্নান ফরাজীকে শুভেচ্ছা ও সংবর্ধনা
কর্মবিরতি প্রত্যাহার করেছে বরিশালে কর্মরত দূরপাল্লার পরিবহন শ্রমিক ও কর্মচারীরা

কর্মবিরতি প্রত্যাহার করেছে বরিশালে কর্মরত দূরপাল্লার পরিবহন শ্রমিক ও কর্মচারীরা

Sharing is caring!

দাবী ‍পূরন হওয়ার প্রতিশ্রুতিতে বরিশালে কর্মবিরতি কর্মসূচি থেকে সরে গিয়ে স্ব-স্ব কাজ শুরু করেছেন বরিশালে কর্মরত দূরপাল্লার বিভিন্ন পরিবহন কোম্পনীর ৩ শতাধিক শ্রমিক ও কর্মচারীরা। কর্মবিরতি পালনের ৪ ঘন্টার মধ্যে শ্রমিক কর্মচারীদের দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে পরিবহন কোম্পনী গুলো। আর তাই তার কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে। এরআগে বুধবার সকাল ৬টা থেকে বরিশাল নগরের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেতন ভাতা বাড়ানোর দাবি জানিয়ে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। আর শ্রমিক কর্মচারীদের এ আন্দোলনে একাত্বতা প্রকাশ করেছে বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। বিষয়টি নিশ্চিত করে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, শ্রমিক কর্মচারীদের দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে পরিবহন কোম্পনী গুলো। এ কারনে বরিশালে কর্মরত দূরপাল্লার বিভিন্ন পরিবহন কোম্পনীর শ্রমিক-কর্মচারীরা কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগে দিয়েছে। তিনি বলেন, মালিকদের কাছে এর আগে শ্রমিকদের মানবেতর জীবনের কথা বলে বেতন বাড়ানোর আহ্বান জানানো হয়েছিলো। কিন্তু দুই একজন বাদে কেউ শ্রমিকদের বেতন বাড়ায়নি। নিরুপায় হয়ে বুধবার সকাল থেকে কাউন্টার শ্রমিকরা কর্মবিরতি করবে বরে শ্রমিক ইউনিয়নকে জানিয়েছে।

বরিশাল-ঢাকা রুটের সুগন্ধা পরিবহনের স্থানীয় কাউন্টার ম্যানেজার মতিউর রমান বলেন, কলারম্যানদের মাধ্যমেই যাত্রীরা আসে। অথচ তাদের দৈনিক বেতন মাত্র ১৬০ থেকে ২শ’ টাকা। এই টাকায় তাদের সংসার চলে না। বেতন বাড়ানোর জন্য এর আগে শ্রমিক ইউনিয়নের মাধ্যমে মালিকদের সাথে সমঝোতার চেস্টা করা হয়েছিলো। কিন্তু কোন সুরহা হয়নি। অবশেষে আমরা বুধবার সকাল থেকে আন্দোলন শুরু করলে কোম্পনীর মালিকরা আমাদের দাবি মেনে নেয়ার সিধান্ত নিয়েছে। তাই আমরা আন্দোলন থেকে সরে গিয়েছি। এদিকে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতির কারনে সকালে দুরপাল্লার বাস চলাচলে বিঘ্নতার সৃষ্টি হলে যাত্রীরা পড়েন ভোগান্তিতে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD