শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
“বয়সের সমতার সাথে যাত্রা ” এই স্লোগানকে সামনে রেখে বরিশাল জেলা প্রশাসন,সমাজসেবা অধিদপ্তর ও প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে বরিশালে আর্ন্তজাতিক প্রবীণ দিবস -২০১৯ উপলক্ষে আলোচনা সভা ও প্রবীণ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। আজ (১ লা অক্টোবর) মঙ্গলবার সকাল ১০ টায় নগরীর টাউনহল থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবার টাউন হল চত্বরে এসে শেষ হয়৷
পরে টাউন হলে আলোচনা সভা ও প্রবীণ সম্মাননা প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস,এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম বিপিএম (বার) পুলিশ সুপার বরিশাল, ডাঃ মো. মনোয়ার হোসেন সিভিল সার্জন বরিশাল, মোঃ মোয়াজ্জেম হোসেন ভূইয়া উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) , বরিশাল মেট্রোপলিটন পুলিশ, মোঃ আল মামুন তালুকদার উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়,ডাঃ মোঃ ইশতিয়াক হোসেন সভাপতি, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন, বিজয় কৃষ্ণ দে ব্যবস্থাপনা পরিচালক,অমৃত লাল দে ফুড এন্ড কোম্পানি লিঃ, সহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবী এবং প্রবীণরা । উক্ত অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজের সঞ্চালনায় এতে সভাপতি হিসেবে ছিলেন বরিশাল প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ডাঃ মোঃ ইউসুফ আলি।