শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন
বরিশাল-বানারীপাড়া সড়কের যাত্রীবাহী থ্রি-হুইলারের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী অজ্ঞাতনামা এক পথচারী নারী (৫৫) নিহত হয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মলংঙ্গা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে যাত্রী নিয়ে একটি থ্রি হুইলার (মাহেন্দ্র আলফা) বানারীপাড়ার দিকে যাচ্ছিল। মাহেন্দ্রটি মলংঙ্গা এলাকা অতিক্রম কালে অজ্ঞাত পরিচয়ের এক মানসিক প্রতিবন্ধী নারীর গায়ে ধাক্কা লাগে। এসময় মাহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে পথচারী ওই নারীসহ মাহিন্দ্রার কয়েকজন যাত্রী আহত হয়। যাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রতিবন্ধী ওই নারীকে মৃত বলে ঘোষণা করেন। বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, অজ্ঞাত ওই নারীর পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।