শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
৮ দফা দাবিতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্থদের মানববন্ধন ট্রলারে পৌছাতে দেরি করায় ৩ জেলেকে মারধর, ১ জনের মৃত্যু মুদি শ্রমিক ইউনিয়নের মৃত সদস্য রিয়াজের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আ‌মে‌রিকার সিটিজেন’র বাসায় ডাকা‌তি ও গণধর্ষনের ঘটনায় গ্রেফতার-৩ কুয়াকাটা সৈকতে ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন কলাপাড়ায় বিরল প্রজাতির সজারু উদ্ধার/ চিকিৎসা চলছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) আত্মজীবনী সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কলাপাড়ার ট্রলার ডুবিতে ক্ষতিগ্রস্ত ২৪ জেলে পরিবারকে ত্রান সহায়তা প্রদান কলাপাড়ায় ছাত্র অধিকার পরিষদ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে হিজলা উপজেলা বিএনপির র‍্যালী অনুষ্ঠিত বাউফলে পৃথক ভাবে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন কলাপাড়ায় লামিয়া হত্যা মামলা থেকে নিরিহদের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কলাপাড়ায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালী জমির বায়না টাকা নিয়ে বিপাকে পড়ে কুয়াকাটায় ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন কুয়াকাটায় জেলের জালে ১৫ কেজির পাঙ্গাস
গৃহবধুকে হত্যার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেফতার

গৃহবধুকে হত্যার অভিযোগে স্বামী ও শাশুড়ি গ্রেফতার

Sharing is caring!

বরিশালের উজিরপুরে রিমা বেগম(২৪) হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় তার স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উজিরপুর থানাধীন শিবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো নিহত রিমা বেগমের স্বামী ও উজিরপুর থানাধীন শিবপুর এলাকার মান্নান বেপারীর ছেলে মিজান বেপারী (২৮) ও মান্নান বেপরীর স্ত্রী মোসাঃ আকলিমা বেগম (৫০) । মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৮।র‌্যাব মৃতের স্বজন ও মামলার বরাত দিয়ে জানয়, মোঃ মিজান বেপারীর সাথে ৭ বছর পূর্বে রিমা বেগমের ইসলামী শরিয়াত মোতাবেক বিবাহ হয়। বিবাহের পর থেকে মোঃ মিজান বেপারী এবং তার পরিবারের লোকজন যোগসাজোসে যৌতুকের দাবিতে তার স্ত্রী রিমা বেগমকে প্রচন্ডরকম শারীরিক ও মানসিক নির্যাতন করত। যৌতুকের জন্য স্ত্রী’র কাছে ১ লাখ টাকা দাবি করলে শশুর বাড়ীর লোকজন মেয়ে সুখ শান্তির কথা চিন্তা করে দাবিকৃত টাকা দেয়। টাকা দেয়ার পর ১/২ বছর ভালোভাবে সংসার করে। পরে মিজান বেপারী তার পরিবারের কু-প্ররোচনায় ঘের ও মুরগীর ফার্ম করার জন্য আরও ২ লাখ টাকা টাকা যৌতুক দাবি করে। কিন্তু স্ত্রী রিমা বেগম সে টাকা এনে দিতে অস্বীকার করলে স্বামী ও শশুর বাড়ীর লোকজন তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। গত ২১ সেপ্টেম্বর মোঃ মিজান বেপারী(২৮), তার স্ত্রী রিমা বেগম এর সাথে ব্যাপক জগড়া বিবাদে লিপ্ত হয়। জগড়া বিবাদের একপর্যায়ে ২২ সেপ্টেম্বর যৌতুকের দাবিতে পূর্ব পরিকল্পিতভাবে রিমা বেগমকে পারপিট করিয়া ওড়না দিয়ে তার গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করিয়া হত্যা করে বসত বাড়ীর পাশে আম গাছের সাথে ঝুলিয়ে রাখে। ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০০৩) এর ১১(ক)/৩০ ধারায় এ সংক্রান্তে বরিশাল জেলার উজিরপুর থানায় একটি মামলা দায়ের হয় করা হয়। পরবর্তীতে ভিকটিমের পরিবার উক্ত হত্যাকারীকে গ্রেফতারের জন্য র‌্যাবের সহায়তা কামনা করলে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৮, বরিশাল এর একটি বিশেষ আভিযানিক দল ২৩ শিবপুর এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামী মোঃ মিজান বেপারী(২৮) এবং সহযোগী আসামী মোছাঃ আকলিমা বেগম(৫০)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বরিশাল জেলার উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD