শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া সকল মামলা প্রত্যাহারের দাবীতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মহিলাদল। রোববার ( ২২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় নগরের সদররোডস্থ অশ্বিনী কুমার টাউন চত্বরে বরিশাল জেলা ও মহানগর মহিলা দলের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। মহিলাদলের নেত্রী শামীমা আকবরের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও মহিলা দলের নেত্রী তাছলিমা কালাম পলি, জেলা মহিলাদলের সাধারন সম্পাদিকা ফাতেমা রহমান, মহিলাদল নেত্রী কানন বালা প্রমুখ। এসময় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আনিত মিথ্যা দূর্নীতির মামলা থেকে মুক্তি দিয়ে, ক্ষমতাসীনদের নিজেদের দলের যে সকল প্রমানিত দূর্নীতি উঠে আসছে তার সঠিক বিচার করার জন্য আহবান জানান।