শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০২:৫৫ অপরাহ্ন
ক্রাইমসিন২৪:
ইয়াবা বিক্রয়ের অপরাধে গৌরনদীর এক মাদক ব্যবসায়িকে ২ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের দন্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার এ দন্ড দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাম্মী আকতার। রায় ঘোষনার সময় দন্ডিত রুবেল খলিফা পলাতক ছিলো। সে গৌরনদী বোরাদী গোরাঙ্গল গ্রামের সোবাহান খলিফার ছেলে। আদালত সুত্র জানায়, গত বছরের ১৬ এপ্রিল ওই গ্রামের ওয়াজেদ ভান্ডারির চায়ের দোকানের সামনে থেকে ১০ পিস ইয়াবাসহ রুবেলকে আটক করে গৌরনদী পুলিশ। এ ঘটনায় থানার এসআই জুবাইর বাদী হয়ে ওই দিনই মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করে। একই বছরের ১৪ মে আদালতে চার্জশীট জমা দেয় থানার অপর এসআই তরিকুল ইসলাম। মামলায় ৬ জনের মধ্যে ২ জনের সাক্ষ নিয়ে বিচারক ওই আদেশ দেন।