শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন
বরিশালের বাবুগঞ্জে বাসের চাপায় ৩০ বছরের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
পাশাপাশি গুরুত্বর আহত হয়েছে অজ্ঞাত পরিচয়ের ৩২ বছরের আরো এক যুবক। যাকে মুমুর্ষ অবস্থায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহষ্পতিবার (১৫ আগষ্ট) বেলা দেড়টার দিকে বাবুগঞ্জ উপজেলার নতুনহাট নামক এলাকার ঢাকা বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিবাকর চন্দ্র দাস জানান, হতাহতরা উভয়ই মোটরসাইকেলের আরোহী ছিলো।
বরিশাল খুলনা রুটের একটি বিআরটিসির বাসের সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
এতে বাসের কোন যাত্রী হতাহত না হলেও মুমুর্ষ অবস্থায় মোটরসাইকেলের ওই দুই আরোহিকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি বাসটিকে আটক করা হয়েছে।
এদিকে শেবাচিম হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আবুল হাসানাত রাসেল ৩০ বছরের অজ্ঞাত যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃতের মরদেহ হাসপাতালের লাশ রাখা কক্ষে প্রেরণ করা হয়েছে এবং অপর আহতকে চিকিৎসা দেয়া হচ্ছে।