শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ন
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রুশা (১০) নামের এক শিশু মারা গেছে। শনিবার (১০ আগস্ট) দুপুর দেড়টায় বিষয়টি জানান হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন। রুশা ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার জীবনদাশকাঠি এলাকার রুহুল আমিনের মেয়ে। তবে সে পরিবারের সাথে ঢাকার মোহাম্মদপুর থানাধীন এলাকায় বসবাস একে এবং লালমাটিয়াস্থ ওয়াই ডব্লিউসিএ স্কুলের চতুর্থ শ্রেনীর ছাত্রী ছিলো। হাসপাতাল সূত্রে জানাগেছে, শিশুটিকে মুমর্ষ অবস্থায় শুক্রবার রাত ৮ টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে তাকে রাতেই আইসিইউতে রেফার্ড করা হলে সেখানে তার মৃত্যু হয়। শেবাচিম হাসপাতালের পরিচালক জানান, এ রোগী ঢাকায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছিল। সেখানে চিকিৎসা নিয়ে গ্রামের বাড়িতে আসে। পরে শারিরীক অবস্থা খারাপ হলে শুক্রবার দিনগত রাত ৯ টায় শেবাচিম হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়। উল্লেখ্য এ নিয়ে শেবাচিম হাসপাতালে ৪ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর মৃত্যু হলো।