মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১১:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত কলাপাড়ায় সরকারি এম বি কলেজ মাঠ উন্মুক্ত করার দাবীতে মানববন্ধন কুয়াকাটায় বেড়িবাঁধ নির্মাণে সংরক্ষিত বনের বালু উত্তোলন, হুমকিতে সবুজ বেষ্টনী বঙ্গোপসাগরে নিম্নচাপ, উপকূলে গুমট পরিবেশ চন্দ্রদ্বীপ ইউনিয়নের রাস্তা সহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এলজিইডির টিম বাউফল নারীর বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে ৮দিনের অভিযানে ১৯ জেলে আটক, প্রায় সাড়ে ৩ লক্ষ মিটার জাল জব্দ বাংলাদেশ মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদ বরিশাল মহানগরীর প্রতিনিধি সমাবেশ কলাপাড়ায় নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা কুয়াকাটা পৌর বিএনপির অফিস ভাংচুর মামালায়, পৌর আওয়ামী লীগ সভাপতি সহ ৪ জন জেল হাজতে ডাকাত বাহিনীর প্রধান ২০মামলার আসামী জুয়েল মৃধা গ্রেপ্তার  কলাপাড়ায় এইচএসসিতে মহিপুর  মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজ এগিয়ে ৫ দিন পাঞ্জা লড়ে মৃ-ত্যুর কাছে হার মানলেন সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম উপকূলের শিশুদের সাঁতার প্রশিক্ষণ শেষে প্রতিযোগিতা মহিপুরে অর্থের অভাবে অন্ধ হতে বসেছে শিশু তাওহিদ, সাহায্যের আবেদন
ব‌রিশা‌লে বিপুল চোরাই মালামালসহ চ‌ক্রের ৮ সদস্য গ্রেফতার

ব‌রিশা‌লে বিপুল চোরাই মালামালসহ চ‌ক্রের ৮ সদস্য গ্রেফতার

Sharing is caring!

ব‌রিশা‌লে বিপুল প‌রিমান চোরাই মালামালসহ চোর চ‌ক্রের ৮ সদস্য‌কে গ্রেফতার ক‌রে‌ছে থানা পুলিশ। যারা ব‌রিশাল নগ‌রের বি‌ভিন্ন বাসা বা‌ড়িতে দীর্ঘ‌দিন ধ‌রে নানা কৌশ‌লে রা‌তের পাশাপা‌শি দি‌নের বেলাও চু‌রি সংঘ‌ঠিত ক‌রে আস‌ছি‌লো ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ। এ সংক্রা‌ন্তে সোমবার (০৫ আগষ্ট) বেলা সা‌ড়ে ১১ টায় নগ‌রের চাঁদমা‌রিস্থ অ‌ফিসার্স মে‌সের সভাক‌ক্ষে এক‌টি সংবাদ স‌ম্মেলন ক‌রে ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লিশ। সংবাদ স‌ম্মেল‌নে পু‌লিশ ক‌মিশনার মোঃ শাহবু‌দ্দিন খান ব‌লেন, হঠাৎ ক‌রেই  ব‌রিশাল নগ‌রে দি‌নের বেলায় চু‌রির ঘটনা বৃ‌দ্ধি পায়। যার সূত্র ধ‌রে মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের দ‌ক্ষিন বিভাগ  ও ম‌ডেল থানা পু‌লিশ বি‌শেষ অ‌ভিযানে না‌মে। যার ধারাবা‌হিকতায় সংগবদ্ধ চোর‌দের মূল হোতাসহ ৮ জন‌কে গ্রেফতার ক‌রা হয়। এরা হ‌লো, নগ‌রের নিউ ভা‌টিখানা এলাকার বা‌সিন্দা ও চোরচ‌ক্রের অন্যতম সদস্য আ‌নোয়ার হো‌সেন (২৭), একই এলাকার বা‌সিন্দা মোঃ রিয়াদ (২৫), আমানতগঞ্জ এলাকার জিতু আহ‌ম্মেদ (৪০), পলাশপুর এলাকার ত‌হিদুল ইসলাম (২৮), আজগর আলী সড়‌কের ক‌বির গাজী (২৫), ভা‌টিখানা এলাকার র‌নি (১৯), কাটপ‌ট্টি এলাকার বা‌সিন্দা ও স্বর্ণ ব্যবসায়ী শ্যামল দে (৫৮) এবং ব‌রিশাল সদর উপ‌জেলার চর‌মোনাই এলাকার আ‌লিফ (২৪)।‌পু‌লিশ ক‌মিশনার ব‌লেন, অ‌তি‌রিক্ত উপ পুলিশ ক‌মিশনার (দ‌ক্ষিন) মোঃ আকরামুল হাসান এর নেতৃত্বে ৪ আগষ্ট দিন ও রাত মি‌লি‌য়ে চলমান অ‌ভিযা‌নে ‌চোর‌দে‌র আট‌কের পাশাপা‌শি‌ বিপুল চোরাই মালামাল উদ্ধার করা হয়। এগু‌লোর ম‌ধ্যে ১৫ টি মোবাইল সেট, ৪ টি ল্যাপটপ, ১ টি ট্যাব, ১ টি ডিএসএলআর ক্যা‌মেরা, ১ টি হ্যা‌ন্ডি ক্যামেরা, ২ জোড়া স্ব‌র্ণের বালা, ১ টি স্ব‌র্ণের চেইন, ৫ টি ছোট স্ব‌র্ণের আং‌টি, ৭ টি স্ব‌র্ণের নাকফুল, নগদ ১ লাখ ৪ হাজার টাকা,  ১ টি ক‌ম্পিউটার কি বোর্ড, ১ টি কড‌লেস মাউথ স্পিকার, ৩ টি তালা ভাঙ্গার সরঞ্জাম র‌য়ে‌ছে। সংবাদ স‌ম্মেল‌নে তি‌নি ব‌লেন, এরা মূলত দি‌নের বেলা এবং সন্ধ্যায় বি‌ভিন্ন বহুতল ভব‌নে চু‌রি ক‌রে। কখ‌নো টি‌ভি, কখ‌নো ফ্রি‌জের, কখ‌নো এ‌সির মেকার আবার কখ‌নো ই‌লেকট্রি‌শিয়ান বা কাপর ব্যবসা‌য়ি সেজে ভবনগু‌লোর ভেত‌রে যায়। এরপর তালাবদ্ধ ফ্লাট বা বাসায় চু‌রি ক‌রে নগদ টাকা, স্বর্ণালংকার,  ক্যা‌মেরা, ল্যাপটপসহ মূল্যবান মালামাল লু‌টে নি‌তো তারা। এরা তালা ভাঙ্গ‌তে খুবই পারদর্শী ব‌লে নি‌শ্চিত হওয়া গে‌ছে। উ‌ল্লেখ্য সম্প্র‌তি ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটনের কো‌তোয়া‌লি ম‌ডেল থানার আওতাধীন এলাকায় ৮ টি চু‌রির ঘটনা ঘ‌টে‌ছে। যে ঘটনায় থানায় ভূক্ত‌ভোগীরা লি‌খিত অ‌ভিযেগে দেয়

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD