বুধবার, ০৭ মে ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চরশিবা সাংগঠনিক ইউনিয়ন শাখার উদ্দ্যোগে  মতবিনিময় সভা অনুষ্ঠিত স্প্রেইড হিউম্যানিটির উপদেষ্টা পরিষদ গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাউফলে নিখোঁজের ৫দিন পর লাশ উদ্ধার শ্রমিকদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন রাষ্ট্র হচ্ছে দেবী দুর্গার দশ হাতের মতো-ব্যারিস্টার ফুয়াদ বরিশাল গোরস্থান রোডের রাস্তা ও ড্রেনের সংস্করণের দাবিতে মানববন্ধন বাউফলে ‘খেলাফত মজলিস’ উপজেলা শাখার কমিটি গঠন কলাপাড়ায় মাহেন্দ্র-মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষে শিক্ষকের মৃত্যু শেখ হাসিনার গুলিতে শুধু ছাত্র নয়, শুধু জনতা নয়, শ্রমিকদেরও রক্ত গেছে আল কারীম কওমী মাদরাসার নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন মেহেন্দিগঞ্জে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ ও বর্নাঢ্য র‌্যালি অনুষ্ঠিত সরকারী টানা ৩ দিনের ছুটিতে কুয়াকাটা সৈকতে পর্যটকদের উপচেপড়া ভীড় কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে বিএনপি ও জামায়াতের শ্রমিক সমাবেশ ওয়ার্ড পর্যায়ে শ্রমিকদলের প্রস্তুতি সভা নতুন আঙ্গিকে বিএম কলেজ ক্যান্টিন উদ্বোধন
ব‌রিশা‌লে বিপুল চোরাই মালামালসহ চ‌ক্রের ৮ সদস্য গ্রেফতার

ব‌রিশা‌লে বিপুল চোরাই মালামালসহ চ‌ক্রের ৮ সদস্য গ্রেফতার

Sharing is caring!

ব‌রিশা‌লে বিপুল প‌রিমান চোরাই মালামালসহ চোর চ‌ক্রের ৮ সদস্য‌কে গ্রেফতার ক‌রে‌ছে থানা পুলিশ। যারা ব‌রিশাল নগ‌রের বি‌ভিন্ন বাসা বা‌ড়িতে দীর্ঘ‌দিন ধ‌রে নানা কৌশ‌লে রা‌তের পাশাপা‌শি দি‌নের বেলাও চু‌রি সংঘ‌ঠিত ক‌রে আস‌ছি‌লো ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ। এ সংক্রা‌ন্তে সোমবার (০৫ আগষ্ট) বেলা সা‌ড়ে ১১ টায় নগ‌রের চাঁদমা‌রিস্থ অ‌ফিসার্স মে‌সের সভাক‌ক্ষে এক‌টি সংবাদ স‌ম্মেলন ক‌রে ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লিশ। সংবাদ স‌ম্মেল‌নে পু‌লিশ ক‌মিশনার মোঃ শাহবু‌দ্দিন খান ব‌লেন, হঠাৎ ক‌রেই  ব‌রিশাল নগ‌রে দি‌নের বেলায় চু‌রির ঘটনা বৃ‌দ্ধি পায়। যার সূত্র ধ‌রে মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের দ‌ক্ষিন বিভাগ  ও ম‌ডেল থানা পু‌লিশ বি‌শেষ অ‌ভিযানে না‌মে। যার ধারাবা‌হিকতায় সংগবদ্ধ চোর‌দের মূল হোতাসহ ৮ জন‌কে গ্রেফতার ক‌রা হয়। এরা হ‌লো, নগ‌রের নিউ ভা‌টিখানা এলাকার বা‌সিন্দা ও চোরচ‌ক্রের অন্যতম সদস্য আ‌নোয়ার হো‌সেন (২৭), একই এলাকার বা‌সিন্দা মোঃ রিয়াদ (২৫), আমানতগঞ্জ এলাকার জিতু আহ‌ম্মেদ (৪০), পলাশপুর এলাকার ত‌হিদুল ইসলাম (২৮), আজগর আলী সড়‌কের ক‌বির গাজী (২৫), ভা‌টিখানা এলাকার র‌নি (১৯), কাটপ‌ট্টি এলাকার বা‌সিন্দা ও স্বর্ণ ব্যবসায়ী শ্যামল দে (৫৮) এবং ব‌রিশাল সদর উপ‌জেলার চর‌মোনাই এলাকার আ‌লিফ (২৪)।‌পু‌লিশ ক‌মিশনার ব‌লেন, অ‌তি‌রিক্ত উপ পুলিশ ক‌মিশনার (দ‌ক্ষিন) মোঃ আকরামুল হাসান এর নেতৃত্বে ৪ আগষ্ট দিন ও রাত মি‌লি‌য়ে চলমান অ‌ভিযা‌নে ‌চোর‌দে‌র আট‌কের পাশাপা‌শি‌ বিপুল চোরাই মালামাল উদ্ধার করা হয়। এগু‌লোর ম‌ধ্যে ১৫ টি মোবাইল সেট, ৪ টি ল্যাপটপ, ১ টি ট্যাব, ১ টি ডিএসএলআর ক্যা‌মেরা, ১ টি হ্যা‌ন্ডি ক্যামেরা, ২ জোড়া স্ব‌র্ণের বালা, ১ টি স্ব‌র্ণের চেইন, ৫ টি ছোট স্ব‌র্ণের আং‌টি, ৭ টি স্ব‌র্ণের নাকফুল, নগদ ১ লাখ ৪ হাজার টাকা,  ১ টি ক‌ম্পিউটার কি বোর্ড, ১ টি কড‌লেস মাউথ স্পিকার, ৩ টি তালা ভাঙ্গার সরঞ্জাম র‌য়ে‌ছে। সংবাদ স‌ম্মেল‌নে তি‌নি ব‌লেন, এরা মূলত দি‌নের বেলা এবং সন্ধ্যায় বি‌ভিন্ন বহুতল ভব‌নে চু‌রি ক‌রে। কখ‌নো টি‌ভি, কখ‌নো ফ্রি‌জের, কখ‌নো এ‌সির মেকার আবার কখ‌নো ই‌লেকট্রি‌শিয়ান বা কাপর ব্যবসা‌য়ি সেজে ভবনগু‌লোর ভেত‌রে যায়। এরপর তালাবদ্ধ ফ্লাট বা বাসায় চু‌রি ক‌রে নগদ টাকা, স্বর্ণালংকার,  ক্যা‌মেরা, ল্যাপটপসহ মূল্যবান মালামাল লু‌টে নি‌তো তারা। এরা তালা ভাঙ্গ‌তে খুবই পারদর্শী ব‌লে নি‌শ্চিত হওয়া গে‌ছে। উ‌ল্লেখ্য সম্প্র‌তি ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটনের কো‌তোয়া‌লি ম‌ডেল থানার আওতাধীন এলাকায় ৮ টি চু‌রির ঘটনা ঘ‌টে‌ছে। যে ঘটনায় থানায় ভূক্ত‌ভোগীরা লি‌খিত অ‌ভিযেগে দেয়

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD