বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো তাসমিয়া (৭) এবং তাইবা (২)।
মংগলবার দুপুর পৌনে ১ টার দিকে তাসমিয়া কে এবং তাইবা কে সকাল সোয়া ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের মো.রুহুল আমিন আকনের মেয়ে তাসমিয়া।অপরদিকে, তাইবা বালিয়াতলী ইউনিয়নের বড়বালিয়াতলী গ্রামের নূর হোসেনের মেয়ে।
এরা দু’জনের মধ্যে তাসমিয়া বাড়ীর সবার অগোচরে গোসল করত গিয়ে পানিতে পড়ে ডুবে যায়।
অপরদিকে,তাইবা পুকুর পাড়ে খেলতে গিয়ে এ দূর্ঘটনার শিকার হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।তাদের দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া পটুয়াখালী।