মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় বিস্তীর্ণ ফসলি জমির মাঝ খান থেকে ভেকু মেশিন দিয়ে চলছে জমির মাটি কাটার কর্মযজ্ঞ। সে মাটি সংগ্রহে ব্যস্ত অসংখ্য ইটভাটার শ্রমিক।
যেই জমির উপরিভাগে ধান বোনা হতো সে জমিতে এখন বিশাল আকারের গর্ত। এভাবেই উপজেলার নীলগঞ্জ ইউপির হাজীপুরে বিপুল পরিমাণ ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটার পেটে।
এতে করে ওই জমিগুলো যেমন উর্বরতা হারাচ্ছে তেমনি ধ্বংস হচ্ছে এসব ফসলি জমি। দেশের আইন অনুযায়ী ইটভাটার জন্য কৃষি জমি থেকে মাটি সংগ্রহ নিষিদ্ধ হলেও তার কোনো তোয়াক্কা করছে না বেশিরভাগ ইটভাটার মালিকরা।
এরই ধারাবাহিকতায় সোমবার বিকাল ৫ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর সান ব্রিকসে আরিফ নামে এক ব্যক্তিকে কৃষিজমি থেকে অবৈধ মাটি উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট সহকারী কমিশনার (ভূমি) মো ইয়াসিন সাদেক।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত) ২০১৯ ধারা ৫(১) ও ১৫(১) অনুসারে ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত ।
এ বিষয়ে সরকারি কমিশনার (ভূমি) মো.ইয়াসিন সাদিক বলেন, ফসলি জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে, ঐ ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। অবৈধ মাটি কাটা বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া