বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে হিজলা উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা এবং আনন্দ র্যালীতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ আলহাজ্ব অধ্যাপক কাজী মেজবাহ উদ্দিন ফরহাদ ।
আলোচনা সভা এবং আনন্দ র্যালীতে সভাপতিত্ব করেন হিজলা উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল গাফফার তালুকদার ।
হিজলা উপজেলার অন্তর্গত ধুলখোলা , বড়জালিয়া , হিজলা গৌরবদী , মেমোনিয়া , হরিনাথপুর এবং গুয়াবাড়িয়া ইউনিয়ন বিএনপির বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত থেকে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা এবং আনন্দ র্যালী সফলভাবে সম্পন্ন করতে মুখ্য ভূমিকা পালন করেন ।
হিজলা উপজেলা যুবদলের আহবায়ক দেওয়ান সালাহউদ্দিন রিমন , হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুজ্জামান খান সজল সহ ছাত্রদল যুবদল শ্রমিকদল স্বেচ্ছাসেবক কৃষকদল মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
র্যালী পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেজবাহ উদ্দিন ফরহাদ বলেন , সাবেক রাস্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের পথিকৃৎ ১৯ দফা কর্মসূচীর প্রবর্তক বাংলাদেশী জাতীয়তাবাদের নিউক্লিয়াস দক্ষিণ এশিয়ায় সার্কের স্বপ্নদ্রষ্টা সাবেক সেনাপ্রধান রণাঙ্গনের মুক্তিযোদ্ধা মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম জনগণের কল্যাণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন তাদের সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলনে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখতে হবে ।
সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী মা মাটি মানুষের নেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের রাস্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক কে বিজয়ী বেশে দেখতে হলে সকল প্রকার চাঁদাবাজি দখলবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড এবং দুর্নীতি থেকে আমাদের কে সম্পূর্ণ বিরত থাকতে হবে ।