বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
নগরীর ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি ধ্বংসের ষড়যন্ত্রে সংবাদ সম্মেলন কলাপাড়ায় বাতিঘর সংগঠনের দেড় হাজার তালের বীজ রোপণ সৈকতে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারন, কন্টেন্ট ক্রিয়টরের ১ মাসের বিনাশ্রম কারাদন্ড সাড়ে চার কিলোমিটার বেড়িবাঁধ সংস্কার না হওয়ায় ১২ গ্রামের ফসলহানির শঙ্কা কলাপাড়ায় নানা আয়োজনে বিশ্বকর্মা পূজা উদযাপিত কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ভুয়া ডাক্তারকে এক মাসের কারাদণ্ড গ্লোবাল উইক অব ক্লাইমেট একশনস’র মানববন্ধন ও সভা কুয়াকাটায় অজ্ঞাত ব্যাক্তির অ/র্ধ/গ/লি/ত ম/র/দে/হ উদ্ধার কাশীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত বরগুনায় লজিক প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত সবুজ ছাতিম রোপণের মধ্যে দিয়ে পটুয়াখালীর নতুন ডিসির যাত্রা একাদশ শ্রেণীর ২০২৫-২৬ শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত দেশকে ফ্যাসিবাদমুক্ত করার আগ পর্যন্ত স্বেচ্ছাসেবক দল রাজপথ ছাড়বেনা কুয়াকাটা পৌর জাতীয়তাবাদী ওলামা দলের  কমিটি গঠন কলাপাড়া প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে সংবর্ধিত করেছে কলাপাড়া পুস্তক ব্যাবসায়ী সমিতি
কলাপাড়ায় ‘উপজেলা ভূমি কমিটি’ গঠন

কলাপাড়ায় ‘উপজেলা ভূমি কমিটি’ গঠন

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর উদ্যোগে এবং ফিশনেট প্রকল্পের আওতায় ‘উপজেলা ভূমি কমিটি’ গঠন করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় কুয়াকাটার একটি আবাসিক হোটেল সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)-এর নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান।

সভায় এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, উকিল সহ বিভিন্ন শ্রেণি-পেশার ৩৫ জন প্রতিনিধি অংশ নেন।

উপকূলীয় অঞ্চলে ভূমিহীন মানুষের অধিকার আদায় ও খাস জমি প্রাপ্তির দাবিতে এই কমিটি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

স্বাগত বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা সিঁড়ি-এর নির্বাহী পরিচালক, চান চান।

তিনি বলেন, “উত্তরণ ও সিঁড়ি দীর্ঘদিন ধরে উপকূলীয় অঞ্চলের ভূমিহীন জেলেসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে।

বিশেষ করে নারীদের ক্ষমতায়ন ও ভূমি অধিকারে আমরা সোচ্চার।”
এ সময় ফিশনেট প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার মো. মিজানুর রহমান, প্রকল্পের প্রেক্ষাপট, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং ভূমি কমিটির খসড়া গঠনতন্ত্র উপস্থাপন করেন।

তিনি বলেন, “ভূমি কমিটি ভূমিহীনদের খাস জমি প্রাপ্তি ও অধিকার আদায়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে কার্যকর ভূমিকা রাখবে। উত্তরণ প্রতিষ্ঠার শুরু থেকেই ভূমিহীনদের অধিকার আন্দোলনে কাজ করে আসছে।

১৯৯৭ সালে সাতক্ষীরার কালিগঞ্জ ও দেবহাটা উপজেলায় খাস জমির দাবিতে আন্দোলন তার জলন্ত উদাহরণ।”
সভায় আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ৩৫ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদ ও ১৯ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়।

নবগঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন—সভাপতি: মো. সাবের হোসেন (সাবেক কাউন্সিলর), কুয়াকাটা পৌরসভা, সাধারণ সম্পাদক: মো. মিজানুর রহমান (সাংবাদিক), অন্যান্যরা হচ্ছেন, সহ-সভাপতি: মো. সাইফুল ইসলাম রাজু, আ.ছালাম সরদার ও আমেনা বেগম ,যুগ্ম সাধারণ সম্পাদক: মো. হারুন-অর-রশিদ মাস্টার ও লিটন মিত্র,সাংগঠনিক সম্পাদক: মো. ইলিয়াস হাসান,সহ-সাংগঠনিক সম্পাদক: জাহেদুল ইসলাম সুমন ও রেবেকা সুলতানা,আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট মো. আল-আমিন ভূঁইয়া, নারী ও শিশু বিষয়ক সম্পাদক: খালেদা বেগম, প্রেস ও মিডিয়া বিষয়ক সম্পাদক: মো. ফরিদ উদ্দিন বিপু, সাংস্কৃতিক সম্পাদক: মো. আনোয়ারুল হক, অফিস ও ডকুমেন্টেশন সম্পাদক: আবু এমরান।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম আজাদ, মেজবাহ উদ্দিন মান্নু, মো. মনিরুল ইসলাম ও মিনারা বেগম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, ফিশনেট প্রকল্পের কলাপাড়া এরিয়া ম্যানেজার আবু এমরান।
উল্লেখ্য, এ কর্মসূচি বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ।

এতে অর্থায়ন করছে ওসান গ্রান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট।

 

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD