বুধবার, ০৭ মে ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন
ছেলে ধরা কিংবা কল্লাকাটা এগুলো স্রেফ গুজব। আর এই গুজবে কান দিয়ে গনপিটুনী দেয়া ফৌজদারী অপরাধ। আইন কারো হাতে তুলে নেয়া যাবে না, সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষনিক পুলিশকে অবহিত করুন। যারা ছেলেধরা, কল্লাকাটা এসব গুজব ছড়াবে অথবা উস্কানি দেবে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এব্যাপারে বুধবার (২৪ জুলাই) বেলা ১১ টায় বরিশালে পুলিশ লাইন্সের ইন সার্ভিস সেন্টারের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সস্মেলনে এ কথা বলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম। এসময় তিনি গুজব ও গনপিটুনি রোধে গণমাধ্যম ও জনগনের সহযোগিতা চান। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, দেশের বিভিন্নস্থানে ছেলেধরা অভিযোগে গণপিটুনি দিয়ে মানুষ মারা হচ্ছে। যা কোনভাবে কাম্য নয়। যেকোন মূল্যে ছেলেধরা গুজব এবং গণপিটুনী রোধে পুলিশের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে তার আলোকে বিভিন্নস্থানে পুলিশ মাইকিং করছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভা করা হচ্ছে। এছাড়া শুক্রবার মসজিদে মসজিদে মুসুল্লিদের উদ্দেশ্যে ইমাম বয়ান দেয়া হবে বলে জানান পুলিশ সুপার।