বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন
মো.আরিফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে মানবিক সংগঠন “স্প্রেইড হিউম্যানিটির” উদ্যোগে তায়েবুর রহমান (৫মাস) নামের এক অসুস্থ শিশুর চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
আজ মঙ্গলবার (৫আগষ্ট) সকাল এগারোটার দিকে বাউফল পৌরসভার ২ নং ওয়ার্ডে (গোলাবাড়ি ব্রিজ সংলগ্ন) সোহাগ হাওলাদারের বাসায় তায়েবুর রহমানের অভিভাবক (নানির) হাতে নগদ ২৫ হাজার টাকা তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
শিশুটির মায়ের নাম তানিয়া আক্তার, বাবার নাম জসিম সিকদার।
এসময় উপস্থিত ছিলেন, স্প্রেইড হিউম্যানিটির সভাপতি মুহাম্মাদ রুহুল আমিন, ভারপ্রাপ্ত অর্থ বিষয়ক সম্পাদক মো. রায়হান হোসেন, সদস্য সাইমুন, জেবিকা মানিক ঐশী, লিজা আক্তার, নাফিস হোসেনসহ আরোও অনেকে।
উল্লেখ্য- “বাউফলে ৫৫ হাজার টাকায় বাঁচতে পারে শিশুর প্রাণ, সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান” শিরোনামে বিভিন্ন পত্রিকায় একটি খবর প্রকাশিত হলে বিষয়টি স্প্রেইড হিউম্যানিটি’র নেতৃবৃন্দের নজরে আসে। পরে আজ মঙ্গলবার ওই শিশুটির চিকিৎসার জন্য এ অর্থ সহায়তা প্রদান করেন।
মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি